গেরুয়া ঝড়ে এবারেও মালদায় হারের মুখ তৃণমূল কংগ্রেসের
২৪ মে, মালদাঃ গেরুয়া ঝড়ে আটকে পড়ল তৃণমূলের রথ। মালদা জেলার দুটি লোকসভা আসনের একটিতেও ফুটল না ঘাস ফুল। মালদার দুটি লোকসভা কেন্দ্রে এবারেও হারের মুখ তৃণমূল কংগ্রেসের। উত্তর মালদা লোকসভা কেন্দ্রে প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম নুরকে ৮৪২৯৮ ভোটে হারিয়ে জয়ী হলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এই বিষয়ে জয়ী বিজেপি প্রার্থী খগেন মুর্মু জানান, গোটা ভারতবর্ষের সাথে উত্তর মালদায় মোদির জয়। মানুষের উন্নয়ন বিজেপি করতে পারে। তাই মালদার মানুষ আমাকে জয়ী করেছে।
অন্যদিকে এই বিপুল ভোটে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম নুর জানান, শুধু মালদা নয় গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের খারাপ ফলাফল হয়েছে। আমাদের আশানুরূপ ফলাফল হয়নি। তবে মানুষের রায় কে আমরা মেনে নিচ্ছি। আগামীতে তৃণমূল কংগ্রেসের খারাপ ফলাফল নিয়ে আমরা বিস্তর আলোচনা করব এবং কেন এই ফলাফল সেটা খতিয়ে দেখব। অন্যদিকে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শ্রীরূপা চৌধুরীকে হারিয়ে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী। তার জয়ের ব্যবধান ৮২২২। এই নিয়ে গত চার বার তা না এমপি হলেন আবু হাসেম খান চৌধুরী।