ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশী হেলিকপ্টারের গতিবিধিতে উত্তেজনা
১৯শে মে, হিলিঃ দেশে অন্তিম পর্যায়ের লোকসভা নির্বাচন চলাকালীন আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশী হেলিকপ্টারের তৎপরতা নিয়ে শোরগোল পড়লো হিলি সীমান্তে। রবিবার দক্ষিন দিনাজপুর জেলার এই হিলি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে একটি বাংলাদেশী হেলিপক্টারের গতিবিধি নজরে আসায় আতঙ্কিত হয়ে পড়েন সীমান্ত এলাকার বাসিন্দারা। ঘটনায় খানিকটা উদ্বিগ্ন বিএস এফ কর্মকর্তারা। খবর পেয়েই তড়ি ঘড়ি বালুরঘাটের পতিরাম বিএসএফের ১৯৯ ও ১৮৩ নম্বর ব্যাটিলিয়নের কমান্ডেন্ট সহ বেশ কিছু কর্মকর্তারা। সীমান্ত বাংলাদেশী একটি হেলিকপ্টারের পাক খাওয়ার ঘটনা খতিয়ে দেখেন বিএসএফ আধিকারিক্রা। সুত্রের খবর বিএসএফের দুই ব্যাটিলিয়নের কমান্ডেন্ট বলবন্ত সিং নেগী ও গজরাজ যাদব বর্ডার গার্ড বাংলাদেশের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। জানাযায় বাংলাদেশ সীমান্তের হালহকিকত দেখতে বাংলাদেশের ডিজি হেলিকপ্টারে নজরদারী চালিয়েছেন। এই বিষয় নিয়ে ১৯৯ নম্বর ব্যাটিলিয়নের কমান্ডেন্ট বলবন্ত সিং নেগী আমাদের জানান এদিন দুপুরে ভারত বাংলাদেশ সীমান্তের হিলিতে একটি বাংলাদেশী হেলিকপ্টারের গতিবিধি নজরে আসাই তারা বিজিপির আধিকারিকদের সঙ্গে আলোচনা করে জানতে পারেন বাংলাদেশের ডিজি হেলিকপ্টারে সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখতে এই হেলিকপ্টারে সীমান্ত পরিক্রমা করেন।