অবৈধ ব্রাউন সুগারের চক্রের হদিসে হিলি থানার পুলিশ
১৯শে মে, হিলিঃ গোপন সুত্রে খবর পেয়ে ব্রাউন সুগার সহ মালদার তিন যুবককে গ্রেপ্তার করলো হিলি থানার পুলিশ। দক্ষিন দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের হিলি ব্লকের ডাবরা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মহঃ খালেক শেখ, আব্দুল্লা শেখ ও শরিফ শেখ। মালদা জেলার ইংরেজবাজার থানার যদুপুর এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে ৫৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। রবিবার ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বালুরঘাট জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
পুলিশ সুত্রে খবর, বেশকিছু দিন ধরে মালদা থেকে ব্রাউন সুগার এনে হিলিতে চড়া দামে বিক্রি করতো ধৃতরা। যেখান থেকেই এই ব্রাউন সুগার জেলার সর্বত্র ছড়িয়ে পড়তো। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের উপর উর্দ্ধতন কর্তৃপক্ষের চাপে শনিবার রাত থেকে পুলিশি অভিযানে ডাবরা থেকে একটি পিকআপ ভ্যান আটক করে তল্যাসি চালিয়ে উদ্ধার হয় অবৈধ ব্রাউন সুগার। ঘটনায় গ্রেপ্তার মালদার তিন যুবক। ডিএসপি সদর ধীমান মিত্র জানিয়েছেন, শনিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে একটি বিশেষ অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বালুরঘাট জেলা আদালতে পাঠানো হয়েছে।ঘটনার পূ্র্ণাঙ্গ তদন্ত করা হবে।