প্রেমিকের মোটর বাইকের আবদার না মেটায় আত্মঘাতী প্রেমিকা
১৭ই মে, বংশীহারীঃ প্রেমিকের মোটর বাইকের আবদার না মেটানোয় পরিবারের উপর অভিমান করে বিষ খেয়ে আত্মঘাতী হলো প্রেমিকা। দক্ষিন দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের সিংহদহ এলাকার ঘটনা। পুলিশ সুত্রে জানাযায় মৃতার নাম পিসু মুরমু, বয়স ২০। বুধবার রাতে ওই যুবতীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করলেও শেষ রক্ষা হয়নি। ঘটনায় যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করার কথা জানিয়েছেন মৃতার পরিবার।
পুলিশ ও স্থানীয় সুত্রের খবর, পেশায় কৃ্ষক চল মুর্মুর দুই মেয়ের মধ্যে বড় পিসু। বেশকিছু দিন ধরে মালদার পাকুয়ার এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুত্রেই পিসুকে একটি মোবাইল ফোন উপহার দিয়েছিল ঐ যুবক। যার মাধ্যমে দুজনের মধ্যে কথাবার্তা চলতো। সম্প্রতি পিসুকে বিয়ের প্রস্তাব দিয়ে একটি মোটর বাইক আবদার করে ঐ যুবক। কিন্তু আর্থিক দুরবস্থার কারনে সেই আবদার পুরন করতে পারেনি পিসুর বাবা। যার কারণেই গত বুধবার রাতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে পিসু। ঘটনার পরেই তড়িঘড়ি তাকে প্রথমে রশিদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভর্তি করে পরিবারের লোকেরা। সেখান থেকে গঙ্গারামপুর হাসপাতালে স্থানান্তর করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মৃতার এক আত্মীয় গনেশ সরেন বলেন, আর্থিক সঙ্গতি না থাকার কারনে বাইকের আবদার মেটাতে পারেনি পিসুর বাবা। যার কারনেই আত্মঘাতী হয়েছে পিসু। ঘটনা নিয়ে ঐ যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।