আবার ১৯ শে মে থেকে বন্ধ থাকবে বালুরঘাট শিলিগুড়ি এক্সপ্রেস সহ প্রায় সাতের অধিক ট্রেন
১৮ই মে, দিনাজপুর ডেইলি ডেস্কঃ আবার লাইন রক্ষনাবেক্ষনের জন্য ১৮ই মে শিলিগুড়ি থেকে ও ১৯শে মে বালুরঘাট থেকে বন্ধ থাকবে ট্রেন পরিষেবা, সেই সঙ্গে বন্ধ থাকবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। গত সপ্তাহে ছয় দিন ট্রেন বন্ধ থাকার পরে আবার ট্রেন বন্ধে বিপাকে পরতে চলেছে একাধিক যাত্রি। বার বার রক্ষনাবেক্ষনের নামে বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস বন্ধ করায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়। উত্তরে যাবার একমাত্র এই ট্রেনটিকে বার বার বন্ধ শুধু নয় দিক পরিবর্তন, এনজিপি থেকে শিলিগুড়ি জং করা আবার কখনো যাত্রা সময় অযথা বাড়িয়ে দিয়ে অলাভজনক করার চেষ্টা রেল করছে বলে অভিযোগ তোলে রেল আন্দোলনকারি ব্যক্তিরা। এইনিয়ে সরব হতে দেখা যায় একলাখি বালুরঘাট রেল উন্নয়ন কমিটির সম্পাদক পীযুষকান্তি দেব ও গঙ্গারামপুর রেল উন্নয়ন কমিটির সম্পাদক অজয় দাস মহাশয়। এই কয়েকদিন বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের পাশাপাশি বন্ধ থাকবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হলদিবাড়ি কলকাতা এক্সপ্রেস সহ একাধিক ট্রেন পরিষেবা।