জেলার রক্তসঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রশাসনের আধিকারিকরা
১৬ই মে, বালুরঘাটঃ গত প্রায় এক মাস থেকে জেলায় লাগাতার রক্তসঙ্কট মেটাতে এবার ময়দানে দেখা গেলো সরকারী কর্মচারীদের রক্তদান করতে। জেলার বিভিন্ন প্রান্তের ভূমি ও ভুমি সংস্কার দপ্তরের কর্মচারীদের সঙ্গে রক্তদান করতে দেখা গেলো জেলার দুই অতিরিক্ত জেলা শাসক ও জেলা সদর মহকুমা শাসককে। এইদিন জেলা শাসকের কনফারেন্স হলে তিন আধিকারিক সহ ১০৭ জন সরকারী কর্মচারী রক্তদান করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শাসক দীপাপপ্রিয়া পি, জেলা মূখ্যস্বাস্থ্য আধিকারিক সুকুমার দে। গত এক মাস থেকে জেলা জুড়ে ব্যাপক রক্তসংকট হওয়ায় গত ৮ই মে জেলা প্রশাসন জেলার বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানকে নিয়ে বৈঠক করে রক্তদানের আহ্বান জানান। গত দুই মাস থেকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রক্তদান শিবির না হওয়ায় ব্যাপক রক্তসঙ্কট দেখা দেয়, যেখানে বালুরঘাটে ১৩০ ইউনিট ও গঙ্গারামপুরে ২৬ ইউনিট রক্ত মজুত থাকায় যেকোন সমস্যায় জেলায় রক্তের ব্যাপক সমস্যা দেখা দিতে পারে বলে জানান জেলা শাসক ও জেলা মূখ্যস্বাস্থ্য আধিকারিক। তাই এবার রক্তদানে এগিয়ে এলো খোদ সরকারী কর্মচারীরা। বাদ গেলোনা জেলার দুই অতিরিক্ত জেলা শাসক ও জেলা সদর মহকুমা শাসক। যা থেকে জেলার অন্যান্য সংগঠনের মধ্যেও রক্তদানের ব্যাপারে ব্যাপক উৎসাহ তৈরি হবে জেলায় বলে মনে করেন জেলা শাসক দীপাপপ্রিয়া পি।