কুমারগঞ্জে নাবালিকার বিয়ে রুখে দিলো চাইল্ড লাইন
১৬ই মে, দিনাজপুর ডেইলি ডেস্কঃ গত বুধবার এক নাবালিকার বিয়ে রুখে দিলো বালুরঘাট চাইল্ড লাইন। ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জের অমৃতপুরে। মেয়েটির পতিরাম হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্রী। জানাযায় কিছুদিন আগে পাশের গ্রামের এক যুবকের সাথে মেয়েটির বিয়ে ঠিক হলে ঘটনার খবর পৌছায় বালুরঘাট চাইল্ড লাইনে। এরপরে কুমারগঞ্জ ব্লক প্রশাসনের সহযোগিতায় বালুরঘাট চাইল্ড লাইন কুমারগঞ্জের অমৃতপুরে গিয়ে আটকে দেয় বিয়ে। মেয়েটিকে উদ্ধার করে বালুরঘাট চাইল্ড লাইনে নিয়ে আসে। এরপরে মেয়েটির পরিবারের কাছ থেকে মুচলেখা নিয়ে মেয়েটিকে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। এই বিষয়ে বালুরঘাট চাইল্ড লাইনের কোঅর্ডিনেটর সঞ্চিতা কর্মকার আমাদের জানান এই বিষয়ে গোপন সুত্রে খবর পেয়ে এলাকায় গিয়ে বিয়ে আটকে দেওয়ার পাশাপাশি মেয়েটির পরিবারের লোকদের নাবালিকা বিয়ের বিষয়ে খারাপ দিক গুলো তুলে ধরা হয়। এছাড়াও পরিবারের কাছ থেকে একটি মুচলিখা নেওয়া হয়।