‘সব তেল বের করে দেব’, এই হুমকি দিয়ে প্রবল বিক্ষোভের মুখে দিলীপ!
১২ই মে, দিনাজপুর ডেইলি ডেস্কঃ যত কাণ্ড পশ্চিম মেদিনীপুরে। ওই জেলার দুই কেন্দ্র ঘাটাল ও মেদিনীপুর লোকসভা কেন্দ্র নিয়েই সরগরম রাজ্যের ষষ্ঠ দফা ভোট। একদম সাত সকাল থেকেই ভারতী ঘোষ রয়েছেন শিরোনাম। এরই মধ্যে আবার বিক্ষোভের মুখে পড়তে হল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষকে। এমনকী তৃণমূলের বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছেড়ে চলে যেতে দেখা গিয়েছে তাঁকে। তার আগেই অবশ্য দিলীপ ঘোষের গাড়ির পিছনের কাঁচ ভেঙে দেওয়া হয়। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের রামপুরা থেকে বুথ জ্যামের অভিযোগ পেয়েই সেখানে গিয়েছিলেন দিলীপ ঘোষ। এরপর জোর করেই তিনি বুথে ঢুকে বিজেপির এজেন্টের সঙ্গে কথা বলেন। বুথের সামনে জটলা দেখে দিলীপ ঘোষ একজনকে বলেন, ‘সব তেল বের করে দেব’। দিলীপ ঘোষের এই হুমকির পরই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বাধ্য হয়ে এলাকা ছাড়তে হয় তাঁকে। যদিও তার আগেই দিলীপবাবুর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।