মহিলা ভোটারদের মারধর বাহিনীর, বিক্ষোভে ক্ষমা চাইলেন জওয়ানরা
১২ই মে, দিনাজপুর ডেইলি ডেস্কঃ মহিলা ভোটারদের মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। পরে বিক্ষোভের মুখে পড়ে ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নেন জওয়ানরা। পুরুলিয়ায় বলরামপুরের মিশিরডি স্কুলে ঘটেছে এই ঘটনা। ভোটের লাইনে দাঁড়ানো নিয়ে বচসায় ঘটনার সূত্রপাত। পরিস্থিতি সামাল দিতে মহিলা ভোটারদের মারধরের অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এরপরই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ভোট বন্ধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোটাররা। বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে বাহিনী। পরে ভোটারদের বিক্ষোভের মুখে পড়ে চাপের মুখে জওয়ানরা ক্ষমা চাইতে বাধ্য হন।