ভারতীকে গ্রেফতারির দাবিতে উত্তপ্ত কেশপুর, তাঁর রক্ষীর গুলিতে আহত তৃণমূল কর্মী
১২ই মে, দিনাজপুর ডেইলি ডেস্কঃ ভারতী ঘোষের নিরাপত্তা রক্ষীর গুলিতে আহত হলেন এক তৃণমূল সমর্থক। তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি বিজেপি প্রার্থী। এদিকে, তাঁর গ্রেফতারের দাবিতে কেশপুরে পথ অবরোধ শুরু করেছে তৃণমূল। ষষ্ঠ দফায় সকাল থেকে খবরের শিরোনামে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। তৃণমূলের মহিলা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি, বুথে ঢুকে ভিডিয়ো রেকর্ডিং নানা ঘটনায় তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দানা বাঁধে। এরপর কেশপুরের দোগাছিয়ায় তিনি গেলেই উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়রা। বিজেপি প্রার্থী ঝামেলা বাধাতেই সেখানে গিয়েছেন বলে অভিযোগ করে ভারতীর উদ্দেশে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বিক্ষোভের মুখে পড়ে তিনি ফিরবেন বলে গাড়িতে উঠে বসলেই পিছন থেকে হতে থাকে ইটবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে থাকেন ভারতীর নিরাপত্তা রক্ষীরা। তবে তাতে ইট ছোড়া বন্ধ হয়নি। ইটের আঘাতে আহত হন বিজেপি প্রার্থীর এক নিরাপত্তা রক্ষী।