ভারতীয় বায়ুসেনাইয় প্রবেশ ঘটলো আপাচে হেলিকপ্টার
১১ মে, দিনাজপুর ডেইলি ডেস্কঃ আমেরিকা থেকে ভারত প্রথম আপাচে গার্জিয়ান হেলিকপ্টার হাতে পেলো। আমেরিকার অ্যারিজনায় অবস্থিত প্রোডাকশন ফেসিলিটি সেন্টারে ভারতীয় বায়ুসেনা প্রথম আপাচে হেলিকপ্টার প্রাপ্ত করলো। ভারত আমেরিকার সাথে ২২ টি আপাচে হেলিকপ্টারের চুক্তি করেছে।
ভারতীয় বায়ুসেনা টুইট করে জানায়, ‘এই বছরের জুলাই মাসের মধ্যে হেলিকপ্টারের প্রথম ব্যাচ ভারতে পাঠাবে আমেরিকা। এয়ার ক্রিউ আর গ্রাউন্ড ক্রিউ আমেরিকার আলবামাতে সেনার ট্রেনিং ফেসিলিটিতে প্রশিক্ষণ নিয়েছে। আপাচে গার্জিয়ান মাল্টি রোল ফাইটার হেলিকপ্টারের শ্রেণীতে পড়ে। এই হেলিকপ্টার ২৮৪ কিমি প্রতি ঘণ্টার স্পিডে উড়তে পারে। আর এই হেলিকপ্টারে দুটি হাই পারফমেন্স ইঞ্জিন লাগানো আছে।