রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মজয়ন্তী পালিত হলো বালুরঘাটে

৯ই মে, বালুরঘাটঃ আজ বালুরঘাটের বিভিন্ন জাগায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মজয়ন্তী পালিত হলো। এইদিন সকাল থেকেই নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্র সঙ্গীতের মধ্যে দিয়ে পালিত হলো। সাংস্কৃতিক সংগঠন রবিনন্দনের পক্ষ থেকে একটি রবীন্দ্রজয়ন্তীর আয়োজন করা হয়। জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সকালে রবীন্দ্র ভবনে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক দীপাপ প্রিয়া পি, মহকুমা শাষক ঈশা মুখার্জি, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচনী আচরণ বিধি উঠে গেলে জেলার সমস্ত সংস্কৃতিপ্রেম মানুষদের নিয়ে বড় করে রবীন্দ্র জয়ন্তী পালন করা হবে। এর পাশাপাশি বালুরঘাট রবীনন্দনের পক্ষ থেকেও পালিত হয় রবীন্দ্র জয়ন্তী উৎতসব।তাদের এই অনুষ্ঠান এবার ২২ বছরে পরলো বলে জানান সংস্থার সদস্য সুবীর চৌধুরী। এছাড়াও বালুরঘাট ঐকতানের পক্ষ থেকে পালিত হয় রবীন্দ্রনাথের ১৬০ তম জন্ম জয়ন্তী। সকালে বালুরঘাট রথতলা থেকে র‍্যালি বের হয়ে প্রদক্ষিণ করে। এরপরে সন্ধায় বালুরঘাটে সব্যসাচী ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *