মদ্যপানের প্রতিবাদ করায় পিটিয়ে খুন এক ঠিকাশ্রমিককে
৯ই মে, বালুরঘাটঃ মদ্যপানের প্রতিবাদ করায় রাতের অন্ধকারে বেসরকারি কলেজের এক ঠিকা শ্রমিককে পিটিয়ে খুন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটের বাউল এলাকায়। পুলিশ জানিয়েছেন মৃত এই ব্যক্তির নাম বিনয় পাল, বাড়ি বাউল এলাকার মল্লিকপুর এলাকায়। মৃতের পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্তের পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, বুধবার রাতে বাউল মোড় এলাকায় একটি বিয়ে বাড়িতে ঠিকা শ্রমিকের কাজ করছিলেন বিনয় পাল। সেই সময় বাউল মোড়ে বিড়ি কিনতে যান বিনয়। অভিযোগ তখনই বাউল বাজার এলাকার বাসিন্দা অটল মহন্ত মদ্যপ অবস্থায় বিনয়কে বেধড়ক মারধর করাহয়। মারের চোটে বিনয়ের মাথায় ব্যাপক চোট পায়, মুখদিয়ে রক্ত ঝড়েতে থাকে। ঘটনার পর আহত এই ব্যক্তি বাড়ি গেলে, সকালে বিনয়কে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় দেখতে পাই বিনয়ের পরিবার। তাকে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল ভর্তি করানো হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার শোকের ছায়া নেমে আসে এলাকায়। মৃতের মা মিনতি পাল আমাদের জানান রাতের অন্ধকারে তার ছেলেকে মারধর করে অভিযুক্ত অটল। গুরুত্বর আহত হয়ে তার মৃত্যু হয়। অভিযুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী তোলেন বিজয়ের মা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।