গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে গ্রেফতার স্বামীসহ পরিবারের তিনজন
৮ মে, কুমারগঞ্জঃ গতকাল দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার মোহনা এলাকার এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে গ্রেফতার হওয়া ওই মৃত গৃহবধুর স্বামী পঙ্কজ মজুমদার ও তার বাবা ও মা ও ভাইকে আজ বালুরঘাট আদালতে পাঠালো পুলিশ। মঙ্গলবার দুপুরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ গ্রামবাসীরা ভাঙচুর চালায় অভিযুক্তের বাড়িতে। ঘটনায় অভিযুক্ত স্বামী সহ তার বাবা ও মা ও ভাইকে গ্রেফতার করে পুলিশ। মৃতের নাম অপর্ণা মজুমদার। গতকাল ভাঙচুরের ঘটনায় এলাকায় নামে বিশাল কমব্যাট ফোর্সও। কুমারগঞ্জ পুলিশ সুত্রে আরো জানা গেছে পুলিশ তদন্তের স্বার্থে মৃতার স্বামী পঙ্কজ মজুমদারকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন আদালতে জানিয়েছে পুলিশ। অপরদিকে বালুরঘাট আদালতের সরকারি আইনজীবি সুভাষ চাকি জানান পুলিশ চারজনকে আজ আদালতে হাজির করে। তদন্তের স্বার্থে পুলিশের তরফে মৃতার স্বামীকে সাত দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক চার দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। বাকি তিনজনকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার ও নির্দেশ দেন বিচারক বলে তিনি জানান। এদিকে এলাকা সুত্রে জানা গেছে গতকালের ঘটনায় এখনও চাপা উত্তেজনা থাকায় সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে বলে জানা গেছে।