আট বছর আগে ৮ই মে ব্যাবসায়ী খুনের ঘটনায় বালুরঘাটে পালিত হলো শোকদিবস
৮ই মে, বালুরঘাটঃ আট বছর আগে ৮ই মে সকালে, বাজারে তোলাবাজির বিরোধিতা করায়, বালুরঘাটের রাস্তায় কুপিয়ে ব্যাবসায়ী পরিতোষ দে খুনের ঘটনা ঘটেছিলো। এই ব্যাবসায়ী খুনের ঘটনায় সেই সময় উত্তাল হয়ে উঠে ছিলো বালুরঘাট শহর। যারপরেই প্রতিবছর বালুরঘাটে এইদিন পালিত হয় শোকদিবস। এই ঘটনার কয়েক বছর পরেই জনরোষে খুন হন খোকন দাস। এলাকার ব্যাবসায়ীদের দাবী এই এলাকায় একের পর এক তোলাবাজির ঘটনা বেড়েই চলেছিলো। সেই সময় এই ব্যাবসায়ী খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা জামিনে ছাড়া পেলে, শহরবাসীরা এক জোট হয়ে ক্ষিপ্ত হয়ে উঠলে, জন রোশে খুন হন খোকন দাস। প্রতিবছর এইদিনে মৎস ব্যাবসায়ী সমিতির ঘরে তৈরি পরিতোষ দের মূর্তিতে মাল্যদান করে, এই শোক দিবস পালিত হয় বালুরঘাটে, এইদিন বন্ধ থাকে শহরের সব বাজারঘাট।শহর জুড়ে বেড় হয় ব্যাবসায়ীদের প্রতিবাদ মিছিল।