থ্যালাসেমিয়া দিবসে বিভিন্ন সংগঠনের কাছে রক্তসংকট মেটানোর আর্জি দক্ষিন দিনাজপুর জেলা শাসকের
০৮ই মে, বালুরঘাটঃ নির্বাচন ও দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে তিব্র দাবদাহে, জেলা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক রক্ত সংকট পরিস্থিতি। সেই রক্ত সংকট দূর করতে, বুধবার থ্যালাসেমিয়া দিবসে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্লাব ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে রক্তদানে উৎসাহিত করে জেলার রক্তসংকটকে দূর করবার আর্জি করেন জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে ও জেলা শাসক দিপাপপ্রীয়া পি।এইদিনের এই থ্যালাসেমিয়া দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে ও জেলা শাসক দিপাপপ্রীয়া পি সহ আরো অনেকে। জানাযায় গত সপ্তাহ পর্যন্ত এই জেলার রক্ত মজুত আচ্ছে বালুরঘাটে ১৫০ ইউনিট ও গঙ্গারামপুরে ২৬ ইউনিট।
যার ফলে জেলায় কোন বড় ধরনের রক্তের চাহিদা তৈরি হলে উদ্বিগ্ন জেলা প্রশাসন। বর্তমানে নির্বাচন মাস থাকায় জেলা জুড়ে কোন রক্তদান শিবিরের আয়োজন করতে পারছিলো না কোন রাজনৈতিক দল। তাই রক্তের সঙ্কট মেটাতে জেলা জুড়ে ক্যাম্পের আয়োজন করেতে আবেদন করা হয় এই অনুষ্টান থেকে। এইদিন ভ্রাম্যমান রক্ত সংগ্রহের জন্য একটি বিশেষ যানের আনুষ্টানিক সূচনা করা হয়। সম্পূর্ন বাতানুকুল ব্যাবস্থা সম্পূর্ণ আরাম দায়ক এই যান জেলা জুড়ে রক্ত সংগ্রহ করবে বলে জানান জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে।