ফনী শক্তি হারিয়ে এখন গভীর নিম্নচাপে পরিনত, যার অবস্থান বাংলাদেশ সহ ভারতের সীমান্তবর্তী জেলা
৪ঠা মে, দিনাজপুর ডেইলি ডেস্কঃ ফনী এখন শক্তি হারিয়ে এখন গভীর নিম্নচাপ বলয়ে পরিনত হয়েছে বাংলাদেশ সহ উত্তরপূর্ব ভারতে। এর প্রভাব বাদ নেই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা দুই দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার। তাই রাত থেকেই শুরু হয়েছে এই সব এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত, ভোরের দিকে ফনীর প্রভাবে তৈ্রি নিম্নচাপ বলয় দুই দিনাজপুর জেলায় বেশী থাকায় ঝড়ো হাওয়া সহ মাঝারি বৃষ্টিপাত চলতে থাকে। ঝড়ের বেগ বেশ কিছুটা বেশি থাকায় কিছু কিছু জাগায় গাছ পরে যাওয়া সহ কোথাও কোথাও বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনাও ঘটে। তবে বেলা গড়তেই এর প্রভাবে কমে আসাই কিছুটা হলেও স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে এই জেলাতে আর কোন বড় ক্ষয় ক্ষতির সম্ভাবনা নেই বলেই মনে করছে আবহাওয়াবিদরা।