শ্বাসরোধ করে গৃহবধুকে খুনের অভিযোগ, অভিযোগের তির স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে
৩রা মে, তপনঃ এক গৃহবধুকে শ্বাসরোধ করে খুনের ঘটনায় অভিযুক্ত হলেন স্বামী ও শাশুড়ি। ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার তপন ব্লকের লস্করের খলসী এলাকায়। মৃত ঐ মহিলার নাম লক্ষ্মী বিশ্বাস (২৫), তিনি বুনিয়াদপুরের বাসিন্দা। শুক্রবার সকালে প্রতিবেশী মারফৎ খবর পেয়ে এলাকায় ছুটে যায় মৃতার পরিবার। ঘটনায় অভিযোগের তির ওঠে মৃতার স্বামী নারায়ন বিশ্বাস ও শাশুড়ি সুলতা বিশ্বাসের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নামে পুলিশ। পুলিশ সুত্রে জানাযায় সাত বছর আগে লস্করের খলসীর বাসিন্দা নারায়ন বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় লক্ষ্মী বিশ্বাসের সঙ্গে। অভিযোগ বিয়ের পর থেকেই ঐ মহিলার উপর সন্দেহ করতো তার স্বামী ও শাশুড়ি। চলতো শারিরীক নির্যাতন। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে গত সাতদিন আগে বাপের বাড়ী চলে যায় মৃত এই গৃহবধু। তারপরে পরিবারের লোকেরা তাকে বুঝিয়ে শ্বশুর বাড়ী ফেরৎ পাঠালে, শুক্রবার বাড়ীতেই তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এরপরে প্রতিবেশী মারফৎ খবর পেয়ে এলাকায় আসে মৃত গৃহবধুর পরিবারের লোকেরা। মৃতার আত্মীয় জয়দেব সরকার আমাদের জানান স্বামী ও শাশুড়ি মিলে খুন করেছে লক্ষ্মীকে, পুলিশের কাছে ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তপন থানার ওসি আমাদের জানান ঘটনার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।