এবার কলকাতা ও অন্ডাল থেকে উড়ল ফাইটার জেট
২রা মে, দিনাজপুর ডেইলি ডেস্কঃ এবার গুয়াহাটি, কলকাতা ও দুর্গাপুরের অন্ডাল এয়ার বেস থেকে উড়তে শুরু করল ভারতীয় বায়ুসেনার অধীনে থাকা অত্যাধুনিক ফাইটার জেট। সোমবার তার সাক্ষী থাকল কলকাতা বিমানবন্দর।
এদিন সকালে চারটি এসইউ-৩০ ফাইটার জেট কলকাতা বিমানবন্দর থেকে এই প্রথম মহড়ার জন্য আকাশে ওড়ে। পাশাপাশি, অন্ডাল অসামরিক এয়ারবেস থেকে ওড়ে কয়েকটি হক ফাইটার বিমান।
নিজের এক্তিয়ারভুক্ত অঞ্চলে থাকা গুরুত্বপূর্ণ অসামরিক বিমানক্ষেত্র থেকে যুদ্ধবিমান চলাচলের সিদ্ধান্ত নিয়েছে ইস্টার্ন এয়ার কম্যান্ড। তার জেরে ১ ও ২ মে কলকাতা ও গুয়াহাটি বিমানবন্দর এবং অন্ডাল এয়ারস্ট্রিপ থেকে বায়ুসেনার সুখোই-৩০ ও হক যুদ্ধবিমান যাতায়াত করবে বলে সিদ্ধান্ত হয়।
জানা গিয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত হতেই অসামরিক বিমানবন্দর থেকে যুদ্ধবিমান ওঠানামার সিদ্ধান্ত নিয়েছে ইস্টার্ন কম্যান্ড।