দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে রক্ত সংকট মেটাতে জেলার বিভিন্ন সংগঠনকে নিয়ে বিশেষ উদ্যোগ
২৯শে এপ্রিল, বালুরঘাটঃ ভোটের বাজারে রক্ত শূন্য বালুরঘাট ও গঙ্গারামপুর ব্ল্যাড ব্যাঙ্ক। জেলায় প্রয়োজনীয় রক্তের যোগান মেটাতে জেলা শাসকের সাথে জরুরী বৈঠক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। আগামী ৮ তারিখে জেলা জুড়ে রক্ত দান শিবিরের উদ্যোগ জেলা প্রশাসনের। নির্বাচনের কারণে দীর্ঘ প্রায় এক মাস রক্তদান শিবির বন্ধ থাকায় ব্ল্যাড ব্যাঙ্ক রক্তশূন্য হবার জোগাড়। পরিস্থিতি মোকাবিলায় আগে ভাগেই ময়দানে নামলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। জেলায় রক্তের চাহিদা স্বাভাবিক রাখতে জেলা শাসকের সাথে জরুরী পর্যায়ের বৈঠক করলেন সিএমএইচ । সোমবার বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনে জেলা শাসক ডঃ দীপাপ প্রিয়া পির সাথে বৈঠকে বসেন সিএমএইচ সুকুমার রায়। আগামী ৮ তারিখ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে জেলা জুড়ে রক্ত দান শিবিরের উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। জেলার সদর বালুরঘাট এবং মহকুমা শহর গঙ্গারামপুরে একাধিক শিবির করে স্বেচ্ছায় রক্ত দানে আহ্বান জানানো হচ্ছে সরকারি কর্মী থেকে শুরু করে বেসরকারি সংস্থা সকলকেই। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, থ্যালাসেমিয়া রোগীদের প্রয়োজন মিটিয়ে অপারেশন সহ সাধারণ চিকিৎসার জন্য প্রতি মাসে প্রায় ১২০০ ইউনিট রক্তের প্রয়োজন জেলায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বালুরঘাট ও গঙ্গারামপুর ব্ল্যাড ব্যাঙ্কে রক্ত মজুত রয়েছে ১৮০ ইউনিত ও ২৬ ইউনিট রক্ত। ফলে প্রয়োজনীয় রক্তের যোগান দেবার জন্য নির্বাচনের কারনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন ক্লাব ও সংগঠন বন্ধ রেখেছে। তরিঘড়ি রক্তের যোগান বাড়াতে মাঠে নেমেছে খোদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। রক্তের যোগান বাড়াতে সরকারি আধিকারিক ও কর্মী থেকে শুরু করে পুলিশ, বিএসএফ, স্বেচ্ছাসেবী সংস্থা, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের কাছে আবেদন করবে জেলা স্বাস্থ্য দপ্তর। আগামী ৮ তারিখে জেলা জুড়ে রক্তদান শিবির করে দুটি ব্ল্যাড ব্যাঙ্কে রক্তের যোগান বাড়াবে জেলা স্বাস্থ্য দপ্তর।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, বিগত কিছু দিন ধরে জেলায় রক্তদান শিবির কমেছে। ফলে দুই ব্ল্যাড ব্যাঙ্কেই রক্তের যোগান নেই। ঘাটতি পূরণ করতে জেলা জুরে রক্ দান শিবিরের আয়োজন করা হবে।