বালুরঘাটের এক অবসরপ্রাপ্ত শিক্ষক তার পেনশনের জমানো ৭ লক্ষ টাকা দান করলেন রামকৃ্ষ্ণ আশ্রমকে
২৮শে এপ্রিল, বালুরঘাটঃ প্রায় বছর ১০ আগে বালুরঘাটের খাদিমপুর হাইস্কুলের এক শিক্ষক তার জীবনের আয়ের সর্বশ্য ৮১ লক্ষ টাকা দান করেছিলেন দরিদ্র ছাত্র ছাত্রীদের সাহায্যের জন্য, যার সুদের অর্থ থেকে প্রতিবছর সারা জেলার প্রায় একশোর বেশী ছাত্র ছাত্রীদের আর্থিক সাহায্য করে থাকে তার তৈরি করা একটি সংস্থা। এবার সেই অবসর প্রাপ্ত শিক্ষক সারদা নন্দ দাস আবার সেবার কাজে তার পেনশন থেকে আয়ের জমানো ৭ লক্ষ টাকা দান করলেন বালুরঘাট রামকৃ্ষ্ণ আশ্রমকে দরিদ্র ছাত্র ছাত্রীদের সাহায্যের জন্য। যা রবিবার তার প্রাক্তন ছাত্র ও নদীপার এন সি হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মদন মোহন মৈত্রের হাত দিয়ে এই সাহায্য অর্থ তুলে দিলেন বালুরঘাট রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক বিকাশ চন্দ্র সাহার হাতে। এইদিন এই অর্থ সাহায্য হাতে নিয়ে বালুরঘাট রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক বিকাশ সাহা আমাদের জানান সারদা বাবুর এই মহৎ দান তাদের আশ্রমের তহবিলে গচ্ছিত থাকবে। সেই টাকার আর্থিক সুদে প্রতিবছর দুঃস্থ্য ছাত্র ছাত্রীদের পড়াশুনার সাহায্যই শুধু নয় বিভিন্ন প্রাকৃ্তিক বিপর্যয়, গরীব মানুষদের শীতের গরম বস্ত্র সহ নানা সেবামূলক কাজে ব্যাবহার করা হবে। পাশাপাশি এই আশ্রমকে বেলুরমঠের কাছে হস্তান্তর করতে বেশ কিছু অর্থ তহবিল গঠনের কাজে এই সাহায্য খুবই কাজে দেবে বলে বিকাশ বাবু জানান। নদীপার এন সি হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মদন মোহন মৈত্র আমাদের জানান সারদা বাবু আগেও তার জীবনের সব অর্থ ৮১ লক্ষ টাকা দিয়ে এই সেবামুলক প্রতিষ্ঠান গঠন করেছিলেন, এবার তার পেনশনের জমানো অর্থ এই আশ্রমে দান করে আর একটা নজির তৈরি করলেন। যা এই আশ্রমের সেবা মুলক নানা কাজে ব্যাবহৃত হবে।