অনুব্রতকে ‘গৃহবন্দি’ করার আর্জি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ভোটকর্মীরা
২৮শ এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি নিয়ে শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আর্জি পেশ করলেন ভোটকর্মীরা। ভোটকর্মীদের সংগঠনের তরফে মুখ্যনির্বাচনী আধিকারিককে জানানো হয়, চতুর্থ দফায় বীরভূমে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ জরুরি। এমনকী ভোটের সময় তাঁকে যাতে ‘গৃহবন্দি’ করে রাখা যায়, সেই অনুরোধও করা হয়েছে। ভোটকর্মীদের সংগঠনের অভিযোগ, শাসকদলের হয়ে ভোট করানোর জন্য জেলা তৃণমল নেতা অনুব্রত মণ্ডল তাঁদের ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন। অনুব্রত অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।