৮৩.৬১ শতাংশ ভোট বালুরঘাট কেন্দ্রে, কিন্তু শাসক অন্তরায়ে বাম ভোট, তবুও জয়ের সম্ভাবনায় তৃণমূল
২৪শে এপ্রিল, বালুরঘাটঃ তৃতীয় দফায় বালুরঘাট সহ আরো চার কেন্দ্রে নির্বাচন হয়ে গেলো মঙ্গলবার কিন্তু এবারের নির্বাচনে বালুরঘাট কেন্দ্রে প্রধান চার দল লড়াই করলেও বাম কংগ্রেস এবারের নির্বাচনে কার্যত সেইভাবে শেষমেশ লড়াই-এ টিকে থাকতে ব্যার্থ হয়েছে বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যেখানে এবারের নির্বাচনে প্রধান দুই প্রতিপক্ষ হিসাবে সামনে এসেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। আমাদের প্রকাশিত খবরে আমরা তুলে ধরেছিলাম এবারে জেলার অধিকাংশ বাম ভোট স্থানান্তর হতে চলেছে পদ্ম শিবিরে, যা হয়তো অনেকাংশ সম্ভব হয়েছে গতকালকের এই নির্বাচনে। যার ফলে গতবারের বাম ভোটের ২৮ শতাংশ এবার অনেকাংশে কমে যাবার সম্ভাবনা রয়েছে, যার পরিমান প্রায় ১০ থেকে ১২ শতাংশে নেমে আসতে পারে বলে সমীক্ষায় প্রকাশ পেয়েছে। পাশাপাশি কংগ্রেস ভোট ব্যাঙ্কেও কিছুটা হলেও হানা দিয়েছে পদ্ম শিবির। যার পরিমানও প্রায় ২ শতাংশের কাছে বা তার একটু উপরে যেতে পারে বলে মনে করছে সমীক্ষকরা। সেইসঙ্গে এবারে যুক্ত হবে এবারের পদ্ম হাওয়া। এই সবের মধ্যেও তৃণমূলের ৩৮ শতাংশ ভোটের সামান্যই শাসকদলের হাত ছাড়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে মনে করা হচ্ছে গতকালের নির্বাচনে বিজেপির গতবারের ২০ শতাংশ থেকে বেড়ে ৩২ থেকে ৩৪ শতাংশে উঠে যেতে পারে, সেইখানে তৃণমূলের ভোট ব্যাঙ্ক ৩৮ থেকে কমে ৩৬ শতাংশে নামবার সম্ভাবনা রয়েছে। এই পরিসংখ্যানের হিসাবে বালুরঘাট কেন্দ্রে জয় ধরে রাখতে পারে শাসক তৃণমূল বলে মনে করেছে সমীক্ষকরা।