বাংলাদেশ থেকে ভারতে আসা এক বাংলাদেশী মহিলাকে টোটো চালক শ্লীলতাহানি ও ছিনতাই, গ্রেপ্তার এক

২৪শে এপ্রিল, বালুরঘাটঃ সোমবার অসুস্থ্য ভাইকে নিয়ে চিকিৎসার জন্য হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসা এক মহিলাকে শ্লীলতাহানি সহ ৮২ হাজার টাকা সহ জিনিশ পত্র ছিনতাই ঘটনা ঘটলো বালুরঘাটে। ঘটনায় অভিযুক্ত এক টোটো চালক সহ হিলির এক বাসিন্দা। জানাযায় এই আক্রান্ত মহিলা সোমবার তার অসুস্থ্য ভাইকে নিয়ে বাংলাদেশ থেকে হিলি সীমান্ত দিয়ে চেন্নাই যাবার উদ্দেশ্যে ভারতে আসে। সেইখান থেকে একটি টোটো ভাড়া করে দেয় হিলি এক ব্যক্তি বিশ্বজিৎ দাস। এরপরে সেই টোটো চালক ঐ বাংলাদেশী মহিলা সহ তার অসুস্থ্য ভাইকে নিয়ে বালুরঘাট রেলস্টেশনে আসার নাম করে বালুরঘাটের কালিকাপুরে নিয়ে যায়। সেইখানে রাতের অন্ধকারে সেই মহিলাকে শ্লীলতাহানি করে, তাকা ফেলে তার কাছে থাকা ৮২ হাজার টাকা সহ জিনিশ পত্র ছিনতাই করে শিলিগুড়ি মোড় এলাকার নির্জন স্থানে গিয়ে ছিনতাই করা ব্যাগ ফেলে দেয়। এই রাতে কালিকাপুরের রাস্তা থেকে আক্রান বাংলাদেশী মহিলা ও তার ভাইকে উদ্ধার করে বালুরঘাট থানায় নিয়ে আসেন দমকল দপ্তরের এক কনস্টোবল। আক্রান্ত মহিলার বাড়ি বাংলাদেশের কোটিয়াল। এরপরে তাদের কাছে সব কিছু জেনে বালুরঘাট থানার পুলিশ তদন্ত করে বালুরঘাটের মালঞ্চা থেকে গ্রেপ্তার করে অভিযুক্ত টোটো চালক প্রদীপ রবিদাসকে। তার কাছে জীজ্ঞাসাবাদ করে আটক করা হয় বিশ্বজিৎ দাসকে। বালুরঘাট থানার পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। বালুরঘাট সদর ডিএসপি ধীমান মিত্র আমাদের জানান আক্রান্ত মহিলার কাছ থেকে ঘটনার কথা শুনে বালুরঘাট থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেপ্তার সহ টাকা ও জিনিশ পত্র উদ্ধার করা হয়েছে।ধৃতকে আদালতে তুলে বালুরঘাট থানার পুলিশ রিমান্ডের আবেদন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *