বালুরঘাট কেন্দ্রের বিজেপি এলাকা এলাকায় টাকা বিলির অভিযোগ করলো তৃণমূল কংগ্রেস
২২শে এপ্রিল, বালুরঘাটঃ নির্বাচনী প্রচার শেষ হবার পরেও এলাকায় এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে বিজেপি টাকা বিলি করছে বলে নির্বাচনী পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কাছে অভিযোগ দায়ের করলো তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ। তিনি এইদিন বলেন হিলি, বালুরঘাট, চকভৃগু সহ বিভিন্ন এলাকায় গত রবিবার রাতে টাকা বিলি করছে বিজেপি নেতৃ্ত্ব, যা একপ্রকার নির্বাচনী বিধি ভঙ্গ করছে বিজেপি। তিনি নির্বাচনী পর্যবেক্ষকের পাশাপাশি পুলিশ পর্যবেক্ষকের কাছেও একি অভিযোগ করেন। তিনি বলেন এই ধরনের নোংরা ভাবনায় বিজেপি গত পাঁচ বছরের লুটের টাকা বিলি করে ভোট দাতাদের প্রভাবিত করবার চেষ্টা করছে। যা করেও বিজেপি কোন লাভ করতে পারবেনা এবারের নির্বাচনে। কারণ মমতা ব্যানার্জী এই রাজ্য সহ বালুরঘাটের একাধিক উন্নয়নের কাজ করে দেখিয়েছেন, যা সাধারন মানুষ জানে। তাই টাকা দিয়ে নয় তৃণমূল কংগ্রেস এই জেলার উন্নয়ন দিয়ে ভোট করাবে। তিনি বলেন এই বিষয় নিয়ে নির্বাচন কমিশন, জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন জায়গায় জানালেও সেই ভাবে কোন ব্যাবস্থা করেনি নির্বাচন কমিশন ও পুলিশ। এলাকায় এলাকায় নেই কোন কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। তাই বিভিন্ন এলাকায় যেন পুলিশি ব্যাবস্থা ও কেন্দ্রীয় বাহিনীর টহল দারী থাকে তার ব্যাবস্থা গ্রহন করুক নির্বাচন কমিশন।