কেন্দ্রীয় বাহিনীর দাবীতে ভোট কর্মীদের ঢুকতে বাধা, বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের
২২শে এপ্রিল, তপনঃ ভোটের আগের দিন বুথে কেন্দ্রীয় বাহিনী না পৌঁছানোয় কর্মীদের ঢুকতে বাধা স্থানীয় বাসিন্দাদের। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন, গঙ্গারামপুর ও কুশমন্ডি ব্লকে এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় বাহিনী না আসায় ভোট কর্মীদের বুথে ঢুকতে দিলনা স্থানীয় বাসিন্দারা। সোমবার তপন, গঙ্গারামপুর ও কুশমন্ডিতে একাধিক বুথে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন উত্তেজিত বাসিন্দারা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে এলাকায় ছুটে যায় নির্বাচন কমিশনের আধিকারিক সহ পুলিশ বাহিনী। বাসিন্দাদের আশ্বস্ত করে পরিস্থিতি স্বাভাবিক করেছে নির্বাচনী আধিকারিকরা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, তপনের আজমতপুর, উত্তর বজ্রাপুকুর এবং কালীতলা এলাকায় কেন্দ্রীয় বাহিনী না পৌঁছানোয় উত্তেজিত বাসিন্দারা ভোট কর্মীদের বুথে ঢুকতে দেয়নি। এদিন কেন্দ্রীয় বাহিনীর দাবীতে গঙ্গারামপুরের বেলবাড়ি ও গুড়িয়াপাড়া এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ভোট কর্মীদের বুথে ঢুকতে না দিয়ে তালা লাগিয়ে দেয় তাঁরা। একই ভাবে কুশমন্ডির করঞ্জী এলাকায় বুথে কেন্দ্রীয় বাহিনী না পৌঁছানোয় কর্মীদের বাইরে দাড় করিয়ে রাখেন বাসিন্দারা বলে সূত্রের খবর। জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন বাসিন্দারা।