বালুরঘাটে রেল ও বিমান নিয়ে মোদীর পাল্টা দিলেন দিদি, প্রমান করলে দিদি রাজনীতি ছেড়ে দেবেন
২১শে এপ্রিল, নদীয়াঃ গতকাল বুনিয়াদপুরের জনসভা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বালুরঘাটে রেল ও বিমান নিয়ে দিদিকে আক্রমনের পাল্টা নদীয়ার জনসভা থেকে দিলেন দিদি। এইদিন প্রধানমন্ত্রী তার নির্বাচনী জনসভা থেকে মমতা ব্যানার্জীকে আক্রমন করে বলেন এই জেলায় রেল নিয়ে বড় সমস্যা তিনি শুনেছেন, মমতা দিদি তো রেলমন্ত্রী ছিলেন, তিনি তখন কেন এই জেলার রেল সমস্যা নিয়ে কাজ করেননি। কেন এই জেলায় নতুন ট্রেন পরিষেবার উন্নয়ন করেননি। বালুরঘাটে বিমানবন্দর তৈরি করা হয়েছে, কিছু দিনের মধ্যেই বালুরঘাট থেকে বিমান চলবে। এর পাল্টা উত্তরে মোদীজি আক্রমন করে নদীয়ার জনসভা থেকে মমতা ব্যানার্জী বলেন, একলাখি বালুরঘাটকে করছে, নরেন্দ্র মোদী খোঁজ নিয়ে দেখুক। তার রেল মন্ত্রী থাকা কালিন এই প্রকল্পের কাজ হয়েছে, বুনিয়াদপুর ওয়াগান কারখানা, বালুরঘাট হিলি, বুনিয়াদপুর কালিয়াগঞ্জ, গাজল ইটাহার, বুনিয়াদপুর ইটাহারের মতো একাধিক রেল প্রকল্পের কাজ তার আমলেই করা।বালুরঘাট থেকে একাধিক ট্রেন পরিষেবা তিনিই করেছিলেন। গত পাঁচ বছরে বালুরঘাট কেন এই বাংলায় তিনি কয়টা ট্রেন রেল প্রকল্পের কাজ করেছেন মোদীজি বলুক। বালুরঘাট বিমানবন্দর নতুন করে তৈরি করেছে মমতা ব্যানার্জীর সরকার। যদি ক্ষমতা থাকে মমতা ব্যানার্জী চ্যালেঞ্জ করছেন মোদীকে, তার কথা প্রমান করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।