মোদীর সভা শেষে ব্যাপক যানজটে বন্ধ ৫১২ নম্বর জাতীয় সরক, বন্ধ বালুরঘাট মালদা ও রায়গঞ্জ রুটের যান চলাচল
১৯শে এপ্রিল, বুনিয়াদপুরঃ বেলা ঠিক এগারোটা পনেরো সেই সময় থেকে বেলা তিনটা পর্যন্তও যানজট মুক্ত হলো না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থল থেকে ফেরা মানুষ জনেরা। দীর্ঘ ঘন্টা তীব্র গরমে এই ভাবেই দাঁড়িয়ে থাকলো ৫১২ নম্বর জাতীয় সরকের উপর সাধারন মানুষ। ঘটনা নিয়ে নির্বিকার থাকতে দেখা গেলো পুলিশ প্রশাসনকে। বালুরঘাট থেকে রায়গঞ্জ কিম্বা মালদা রুটের সব যানবাহনের অবস্থা এই রকমের দেখা গেলো এইদিন।এই ভাবেই একি অবস্থা হয়েছিলো ২০১২ সালে বুনিয়াদপুর রেল ময়দানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জনসভা ঘিরে। সেই সময় প্রবল যানজটে আটকে পরেছিলেন খোদ মুখ্যমন্ত্রী, ঘটনায় বদলি করা হয়েছিলো সেই সময়ের দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ সুপার চিরন্তন নাগকে। ২০১৯ সালে এসে ঐ একি ঘটনার সাক্ষী থাকলেন সভাস্থলে আসা মানুষ জনেরা। যানজটে আটকে পর ঘন্টার পর ঘন্টা নাকাল হতে দেখা গেলো সাধারন মানুষ জন দের। এইদিন মালদা উত্তর দিনাজপুর সহ সারা দক্ষিন দিনাজপুর জেলা থেকে প্রায় লক্ষাধিক মানুষের জনসমাগম হয়েছিলো এইদিনের প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে। যার জন্য ব্যাবহার করা হয়েছিলো প্রায় কয়েক হাজার ছোট বড় একাধিক গাড়ী। কিন্তু সেই সব গাড়ী পার্কং করার ব্যাবস্থা সঠিক ভাবে না করায় এই যানজট সমস্যা বলে জানানো হয় জেলা পুলিশের পক্ষ থেকে। ঘটনায় সাধারন মানুষের পাশাপাশি সমস্যায় পরে হাসপাতালে চিকিৎসার জন্য আসা রুগীরা। তাদে কেউ আটকে পরতে হয়েছে এইদিনের যানজটে। এই জিয়ে জেলা বিজেপি সভাপতি শুভেন্দু সরকার জানান জেলা পুলিশ প্রশাসন ইচ্ছাকৃ্ত ভাবে এই যানজট তৈরি করেছে। তারা দ্রুত যানজট ছাড়ানোর কোন প্রচেষ্টা করেননি।