বাংলায় দ্বিতীয় দফার নির্বাচনে ১৮৫ কোম্পানি আধা সেনা
১৭ই এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচনে রায়গঞ্জে ৬৪ কোম্পানি, জলপাইগুড়িতে ৪৪ কোম্পানি, দার্জিলিংয়ে ৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হবে। রায়গঞ্জের মোট বুথের সংখ্যা ১৬২৩, যার মধ্যে ১৩০০ বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বুথে থাকছে সিসিটিভি ক্যামেরার নজরদারী। জলপাইগুড়িতে মোট বুথের সংখ্যা ১৮৬৮, এরমধ্যে ৮০ শতাংশ বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী, অধিকাংশ বুথে থাকছে সিসিটিভি ক্যামেরার নজরদারী। দার্জিলিং এ থাকছে ৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৮৯৯টি বুথের অধিকাংশে থাকছে কেন্দ্রীয় বাহিনী। সিসিটিভি থাকবে সব বুথেই। একপ্রকার কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দ্বিতীয় দফার নির্বাচনে থাকা রায়গঞ্জ, জলপাইগুড়ি ও দার্জিলিং এই তিন কেন্দ্র।