দ্বিতীয় দফার নির্বাচনের আগেই ধেয়ে আসতে পারে প্রবল বেগে কালবৈশাখী
১৭ই এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ নববর্ষের শুরুতেই গরমে হাঁসফাঁস করছিল বাঙালি। তবে, আর নয়। দ্বিতীয় দফার নির্বাচনের আগে আগামী দু-তিনঘন্টার ঘন্টার মধ্যেই ৫০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে হবে বজ্রপাতও। এদিকে ভোটের পারদ যতই চড়ুক দ্বিতীয় দফার নির্বাচনের আগে লন্ডভন্ড মধ্যপ্রদেশ, রাজস্থান, মণিপুর, গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও পাঞ্জাব। আট রাজ্যে ঝড়-বৃষ্টি দাপটে মৃত অন্তত ৪০। সূত্রের খবর, বুধবার গুজরাটে সবরকাঁটায় সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগেই ঝড়ে তছনছ মোদীর সভাস্থল। এদিন সকাল থেকেই সেখানে শুরু হয়েছে ঝড়।