চাঁচলে নির্বাচনী পথসভা ঘিরে কংগ্রেস-তৃণমূল, ভাঙচুর চেয়ার টেবিল
১৫ এপ্রিল, মালদাঃ কংগ্রেসের নির্বাচনী পথসভায় টেবিল চেয়ার ভাঙচুর ও ফেস্টুন ছিঁড়ে ফেলার প্রতিবাদ করাকে কেন্দ্র করে কংগ্রেস তৃণমূলের সংঘর্ষে, আহত হল দুই পক্ষের মোট ৮ জন। ঘটনাটি ঘটেছে মালদহ চাঁচল-এর দুর্গম এলাকায়। এলাকায় রয়েছে টান টান উত্তেজনা। চাঁচল বিধানসভার কংগ্রেস বিধায়ক আসিফ মেহেবুবের অভিযোগ, এদিন চাঁচল কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নুর গঞ্জ এলাকায় বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত তাদের একটি নির্বাচনী পথসভা আয়োজন করা হয়েছিল। তার অভিযোগ সভায় টেবিল চেয়ার কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রেজাউল খানের নেতৃত্বে জনাদশেক তৃণমূল গুন্ডাবাহিনী এসে ভাঙচুর চালায়। এর প্রতিবাদ করতে গেলে তাদের চার থেকে পাঁচ জন কর্মীকে বেধড়ক ভাবে মারধর করা হয়। মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একজন কর্মীর, একজনের আঙ্গুল কেটে ফেলা হয়। তিনি আরও অভিযোগ করে বলেন, বেশ কয়েকজন কংগ্রেস কর্মীর দোকানপাট এর চাল ভেঙে ফেলা হয়েছে। আহতদের প্রত্যেককে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। এদিকে ঘটনার পর ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। যদিও কংগ্রেসের অভি্যোগের জবাব দিতে গিয়ে পাল্টা অভিযোগ করেন কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতে তৃণমূল এর প্রধান রেজাউল খান। তিনি বলেন, পুরো বিষয়টা কংগ্রেসের পরিকল্পনা মাফিক ঘটনা, যা তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছে তারা। তিনি বরং দাবি করেন তারা নিজেরাই নিজেদের টেবিল-চেয়ার ভেঙে আমাদের তৃণমূল কর্মীদেরকে ব্যাপক হারে মারধর করেছে। ঘটনায় ৫ জন তৃণমূল কর্মী গুরুতরভাবে জখম হয়েছে। তারা প্রত্যেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।অন্যদিকে চাঁচল-এর কলি গ্রামে কংগ্রেসের সভায় হামলার ঘটনার খবর পেয়ে আহত কংগ্রেস কর্মীদের দেখতে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে যান উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী ঈশা খান চৌধুরী সহ এলাকার বিধায়ক। সোমবার দুপুরে তাদের সঙ্গে দেখা করে চাঁচল শহর জুড়ে ধিক্কার মিছিল বার করে কংগ্রেস নেতৃত্ব। এরপর চাঁচল এসডিপিও-র হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়।