বালুরঘাট চকভবানী কালিবাড়িতে কচিকাঁচাদের নিয়ে আয়োজিত হয় চিত্র প্রদর্শনী
বালুরঘাট ১৪ এপ্রিলঃ কচিকাঁচাদের আঁকা একগুচ্ছ অঙ্কণ নিয়ে বালুরঘাটে হয়ে গেল দুদিনের এক চিত্র প্রদর্শনী। বালুরঘাট শহরের থানা মোড় সংলগ্ন চকভবানী কালিবাড়ি প্রাঙ্গণে গত শুক্রবার থেকে শুরু হয়েছে এই চিত্র প্রদর্শনী। যা দেখতে শহরের বিভিন্ন এলাকা থেকে কচিকাচাদের সাথে বড়রাও ভীড় জমিয়েছে এই চিত্র প্রদর্শনী প্রাঙ্গণ।মূলত বালুরঘাট শহরের নাম করা কচিকাচাদের অংকন শিক্ষনের চিত্রকুটির আর্ট একাডেমির উদ্যোগে ও পরিচালনায় এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। ওই কেন্দ্রের অঙ্কণ শিক্ষানবিশদের অঙ্কণ শিল্প নিয়ে এই চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছিল।এই চিত্র প্রদর্শনীর উদ্দেশ্য যাতে এই সব ক্ষুদে শিল্পীরা তাদের নিজস্ব চিন্তা শক্তির ভাবনায় যে জল ছবি এঁকেছে তাদের সেই অঙ্কণ শিল্পকে উৎসাহ প্রদান করা। এই একাডেমির অঙ্কণ শিক্ষক রাজা মন্ডল সে কথা জানিয়ে বলেছেন আগামী বছরও তারা এই চিত্র প্রদর্শনীর আয়োজন করবেন। যাতে এই সব ক্ষুদে অঙ্কণ শিক্ষা নবিশদের অঙ্কণে উৎসাহ বজায় থাকে।পাশাপাশি তাদের দেখাদেখি অন্য কচিকাঁচারাও যাতে এই অঙ্কণ শেখার দিকে আগ্রহ প্রকাশ করে। সেদিকে নজর রেখেই তাদের একাডেমি পরিচালিত এই চিত্র প্রদর্শনী।