বালুরঘাটে ভোটের আগে শাসক শিবির ছেড়ে গেড়ুয়া শিবিরে বাম-তৃণমূল নেতৃ্ত্বরা
১৪ই ফেব্রয়ারী, বালুরঘাটঃ বালুরঘাট শহরের ১৭ নম্বর ওয়ার্ড থেকে শাসক দল তো বটেই বাম- কংগ্রেস ছাড়লেন ওয়ার্ডের একাধিক নবীন-প্রবীন নেতৃত্ব। রবিবার ছুটির দিনে সকাল থেকেই এলাকায় আনাগোনা দেখা যায় পদ্ম অনুগামীদের। বেলা বাড়তেই স্পষ্ট চিত্র ফুটে ওঠে সকলের সামনে। বালুরঘাটের এই ওয়ার্ডের কুন্ডু কলোনিতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা বিজেপির সভাপতি শুভেন্দু সরকারের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তৃনমুল, বাম ও কংগ্রেস ছেড়ে আসা নেতা কর্মীরা। ১৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস সভাপতি থেকে শুরু করে একাধিক পুরোনো বাম ও তৃনমুল নেতৃত্বরা যোগ দেয় বিজেপি শিবিরে। ভোটের প্রাক মুহুর্তে শহরে এমন ভাঙনে কিছুটা হলেও বেগ পেতে হবে শাসক থেকে বাম ও কংগ্রেস শিবিরকে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃনমুলের দখলে থাকা ওয়ার্ডটিতে ভোটের আগে কেনই বা পুরনো নেতৃত্বরা দল ছাড়লেন তা নিয়েও যথেষ্ট গুঞ্জন ছড়িয়েছে শহরের ওই ওয়ার্ডটিতে। যদিও ওই ওয়ার্ডের তৃনমুলের বিদায়ী কাউন্সিলর ব্রতময় সরকার জানিয়েছেন, তাদের দলের কোন লোক বিজেপিতে যায় নি। রাজনৈতিক সুবিধাবাদীরাই দল ছেড়েছে।