গঙ্গারামপুরে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত হলো শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে নির্বাচনী সভা
১৪ই এপ্রিল, বালুরঘাট, গঙ্গারামপুরঃ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত বিশেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত হলো রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের গার্লস স্কুলে। প্রাথমিক শিক্ষকদের নিয়ে এই নির্বাচনী সভায় শিক্ষকদের মধ্যে রাজ্য সরকারের একাধিক উন্নয়নের কথা তুলে ধরে তৃণমূল কংগ্রেসের নেতারা। যে কর্মী সভায় তৃণমূলের নেতাকর্মীরা সহ দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক প্রাথমিক শিক্ষক উপস্থিত ছিলেন। আসন্ন লোকসভা নির্বাচনের বালুঘাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অর্পিতা ঘোষ এর সমর্থনে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত গঙ্গারামপুর গার্লস স্কুলে একটি বিশেষ নির্বাচনী সভার আয়োজন করা হয়। যে নির্বাচনী সভার মধ্য থেকে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের একাধিক উন্নয়নের ধারা তুলে ধরা হয়। আর এই সবার মধ্যে দিয়ে বালুঘাট লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্পিতা ঘোষকে বিপুল ভোটে জয়যুক্ত করানোর কথা তুলে ধরা হয়। তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বিশেষ নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন বংশীহারী কনভেনার রথীন্দ্র নারায়ণ পাল, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অভিজিৎ ঘোষ, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য বাপ্পাদিত্য সাহা, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কুমারগঞ্জ সভাপতি শুকলাল হাঁসদা, কুমারগঞ্জের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোজাফফর রহমান সরকার, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য রজত রায় সহ আরো অন্যান্য সদস্যরা।