অর্পিতা ঘোষের প্রচারে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী
বালুরঘাট ১৩ এপ্রিলঃ শনিবার বিকেলে বালুরঘাট থানার খাসপুর এলাকায় তৃনমুল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে সভা করলেন তৃনমুল দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক সুব্রত বক্সি। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বাচ্চু হাঁসদা। সুব্রত বক্সি রাজ্যের উন্নয়নের কর্মধারা গুলি তুলে ধরার পাশাপাশি তিনি বিজেপির অপশাসনের কথা তুলে ধরে সবাইকে মমতা ব্যানার্জীকে সমর্থন করতে বালুরঘাট আসনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে জয়ী করে রাজ্যের উন্নয়নের ধারা বজায় রাখবার আহ্বান করেন তিনি। খাসপুরের পাশাপাশি এইদিন তিনি দৌলতপুরেও সভা করেন তিনি।