২০শে এপ্রিল সকাল ১০টায় বুনিয়াদপুরে জনসভা নরেন্দ্র মোদীর
১২ই এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ ২০শে এপ্রিল সকাল ১০টায় বুনিয়াদপুরের নারায়নপুর মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইদিন তিনি দিল্লি থেকে সকালে প্লেনে বাগডোগরা হয়ে হেলিকপ্টারে বুনিয়াদপুর পৌছবেন। এরপরে তিনি ১০টা ৪০ মিনিটে সভা শেষ করে উড়ে যাবেন বিহারের আড়ারিয়ার সভায়, সেইখান থেকে তিনি উত্তরপ্রদেশে আরো দুইটি সভা করার কথা আছে ইথা ও রাইবেরেলিতে।এদিনের জনসভাকে কেন্দ্রে করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিন দিনাজপুর জেলায়। এই প্রথম মোদী জেলার মাটিতে সভা করতে আসা শুধু নয়, প্রধানমন্ত্রী হিসাবে রাজীব গান্ধীর পরে এই প্রথম কোন প্রধানমন্ত্রী জেলার মাটিতে জনসভা করতে আসছেন। যা নিয়ে এখন সাজো সাজো রব বুনিয়াদপুরে। সভার সুরক্ষা ব্যাবস্থা থেকে মঞ্চের ডিজাইন তৈরির কাজ সব কিছু ক্ষতিয়ে দেখতে জেলায় আসছেন এস পি জি। যা নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা বিজেপি নেতৃ্ত্ব। নরেন্দ্র মোদীর সভায় প্রায় এক লক্ষের বেশী জনসমাবেশ হবে বলে আশা করছেন জেলা বিজেপি সভাপতি শুভেন্দু সরকার। তিনি আমাদের জানান নারায়নপুর ময়দানে এতো মানুষের জন সমাবেশ করবার ব্যাবস্থা নিতে সব ধরনের ব্যাবস্থা নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। শুধু এই জেলা নয় উত্তর দিনাজপুর, মালদা জেলা থেকেও বহু মানুষ এই সমাবেশে উপস্থিত হবে।