প্রধানমন্ত্রী মূদ্রা যোজনার লোন পাইয়ে দেবার নাম করে প্রতারনার অভিযোগ, বালুরঘাটে বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানা
১১ই এপ্রিল, বালুরঘাটঃ গতকালকে বিজেপির চেক বিলির বিতর্ক কাঁটতে না কাঁটতেই, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মূদ্রা যোজনার লোন পাইয়ে দেবার নাম করে প্রতারনার অভিযোগ, বালুরঘাটে বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানা, আটক চারজন। জানাযায় বালুরঘাটের একে গোপালন কলোনির বিজেপি নেতা সুভাষ বর্মণের বাড়ির নিচে বিশ্বাস কম্পিউটার সলিউশন নামে এক সংস্থার মাধ্যমে বালুরঘাট ব্লকের বিভিন্ন এলাকা থেকে প্রধানমন্ত্রী মূদ্রা যোজনার লোন পাইয়ে দেবার নাম করে হাজার হাজার টাকা তোলার অভিযোগ করেন প্রায় জনা বিশেক মহিলা।
তাদের দাবী গত নভেম্বর মাস থেকে পাঁচ থেকে ৫০ লক্ষ টাকা লোনের ব্যাবস্থা করে দেবার নাম করে হাজার হাজার টাকা তোলে সঞ্জু বিশ্বাস নামে এক যুবক। প্রায় ৫ মাস অতিক্রান্ত হয়ে গেলেও লোনের টাকা না পেয়ে নিজেদের টাকা ফেরৎ চাইতে গেলে টাকা দিতে অস্বীকার করেন অভিযুক্ত সঞ্জু বিশ্বাস ও তার মা, এমনকি তাদের মারধর করা হয় বলে অভিযোগ করে অভিযোগকারিরা। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌছায় বালুরঘাট থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বিশ্বাস কম্পিউটার সলিউশন সংস্থার চারজনকে। বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত আমাদের জানান ঘটনার অভিযোগ পেয়ে চারজনকে আটক করা হয়েছে। প্রধানমন্ত্রী মূদ্রা যোজনার লোন পাইয়ে দেবার নাম করে প্রতারনার অভিযোগ করেছেন বেশ কিছু মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।