কুশমন্ডির জনসভা থেকে কেন্দ্রকে এক হাত নিলেন অভিষেক ব্যানার্জী
১১ই এপ্রিল, কুশমন্ডিঃ মোদিকে আক্রমন করে বালুরঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়ে ভোট চাইলেন রাজ্যের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক ব্যানার্জী। বৃহস্পতিবার কুশমন্ডির হরাহর মাঠে তৃণমূলের প্রচার সভায় কয়েক হাজার মানুষের জমায়েত হয়। যা দেখে উৎফুল্ল হয়ে ওঠেন অভিষেক ব্যানার্জী। এইদিন বিকেল ৩টায় হেলিকপ্টার এসে পৌছায় কুশমন্ডির হরাহর মাঠে। তাকে এইদিন দেখতে উপচে পরেন সাধারন মানুষ। এইদিনের সভা থেকে বিজেপি সহ বাম কংগ্রেসকে আক্রমন করে, একটি ও ভোট তাদের না দেওয়ার আবেদন করেন তিনি। তিনি বলেন দেশে গত পাঁচ বছরে কোন উন্নয়ন হয়নি, এই জেলায় কেন্দ্রীয় সরকারের কোন উন্নয়ন হয়েছে তা জানতে চান তিনি। এই কুশমন্ডিতে রেল থেকে জেলার অন্যান্য রেল প্রকল্পের কোন পরিবর্তন গত পাঁচ বছরে দেখাতে পারেননি মোদি পরিচালিত সরকার।শুধু জিএসটি, নোট বন্দী সহ বিভিন্ন প্রকল্পের নামে সাধারন মানুষের উপর বোঝা চাপিয়েছেন তিনি। এইদিন সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিপ্লব মিত্র, প্রার্থী অর্পিতা ঘোষ, প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা, মন্ত্রী রাজীব ব্যানার্জী, প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্যরা। তিনি বলেন মোদীর আমলে যা হয়েছে তা শুধু ভাওতা আর মিথ্যা প্রতিশ্রুতি। নেই কোন উন্নয়ন, নেই সাধারন মানুষের জন্য জনমুখি প্রকল্প। তাই মমতা ব্যানার্জী হাত শক্ত করতে সব ভোট তৃণমূলের ফেলবার জন্য আবেদন করেন তিনি।