২০১৪-এর বিজ্ঞপ্তির ভিত্তিতে টেট উত্তীর্ণদের ২ সপ্তাহের মধ্যে সার্টিফিকেট দিতে হবে, রাজ্যকে নির্দেশ দিল হাইকোর্ট, উপকৃত লক্ষাধিক চাকরিপ্রার্থী
১০ই এপ্রিল, কলকাতাঃ প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণদের ২ সপ্তাহের মধ্যে ২ বছরের বৈধ শংসাপত্র প্রদান করতে হবে, বলে সোমবার রায় দিলো কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী ২০১১ সালের গাইড লাইন মেনে, টেট উত্তীর্ণদের সর্বাধিক ৭ বছর পর্যন্ত বৈধ শংসাপত্র দিতে পারে রাজ্য সরকার। এর আগে ২০১৪ সালের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ২০১৫ সালে প্রাথমিক টেট হয়। শংসাপত্র না পাবার কারনে ২০১৭ সালে কলকাতা হাইকোর্টে মামলা করেন চাকরী প্রার্থীরা। সেই মামলার সোমবার রায়দান করেন মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারক সমাপ্তি চট্টোপাধ্যায়। নিয়ম অনুযায়ী যে সমস্ত চাকরী প্রার্থীরা ২ বছরের শংসাপত্র পাবেন, তারা সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহন করতে পারবেন। এইদিনের এই রায়ের ফলে উপকৃ্ত হবেন রাজ্যের ১ লক্ষ্য ২০ চাকরি প্রার্থী।