১২ই এপ্রিল স্থগিত মমতা ব্যানার্জীর সভা, তিনটি সভা হবে ১৯শে এপ্রিল
১০ই এপ্রিল, বালুরঘাটঃ বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে ১২ই এপ্রিল তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা সভা আপাতত স্থগিত। ১৯শে এপ্রিল এক সাথে তিনটি সভা করবেন তিনি। বালুরঘাট কেন্দ্রের গঙ্গারামপুর, ইটাহার ও বালুরঘাটেঅর্পিতা ঘোষের সমর্থনে সভা করবেন মমতা ব্যানার্জী। ইতিমধ্যে বালুরঘাট কেন্দ্রের ভোট চেয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। যেখানে কর্মী থেকে এই কেন্দ্রের সাধারন মানুষের কাছে প্রার্থীর হয়ে সরাসরি ভোট চেয়ে আবেদন করেছেন তিনি। সুত্রের খবর বালুরঘাট কেন্দ্রের কোন নেতার উপর পূর্ণ আস্থা না রেখে সম্পূর্ণ নিয়ন্ত্রন নিজের হাতে রেখেছেন দলনেত্রী।প্রথমে তিনি জেলার দুইবার এসে সভা করবার চিন্তা করেছিলেন, পরে তিনি দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জ আসনের জন্য সময় দেবার চিন্তা করে ১২ই এপ্রিল বালুরঘাটে সভা স্থগিত করেন। বালুরঘাট সহ মালদার দুইটি ও মুর্শিদাবাদ আসনে তৃতীয় দফায় ভোট থাকায় তিনি ১৫ই এপ্রিলের পর থেকে এই তিনটি আসনে পরে থাকবেন। তাই ১৯শে এপ্রিল বিরোধীদের টেক্কা দিতে তিনি নিজে তিনটি সভা করে রাজ্যের উন্নয়ন তুলে ধরবেন। জেলা তৃণমূল সূত্রের খবর, ইতিমধ্যে দলের সুপ্রিমোর নির্দেশে জেলা সভাপতি সহ সকল নেতা কর্মীরা ময়দানে নেমে কাজ শুরু করে দিয়েছেন। প্রচারে বাড়তি মাত্রা দিতে মমতার পাশাপাশি জেলায় আনা হতে পারে দেব, মিমি সহ একাধিক তারকা সহ তৃণমূলের বেশ কিছু হেবিওয়েট নেতাকেও। বালুরঘাটে নির্বাচনের ঠিক চার দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি সভা ঘিরেই আশার আলো দেখছেন জেলা তৃণমূল নেতৃত্বরা ।