বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রচার নেই কংগ্রেসের, ক্ষোভ গ্রামগঞ্জের কংগ্রেস কর্মীদের
৯ই এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ লোকসভা নির্বাচনের আর বাকি মাত্র ১৪ দিন, কিন্তু এই শেষ লগ্নেও প্রচারের তেজ নেই কংগ্রেসের, বহু এলাকায় এখনো পর্যন্ত প্রার্থীকে চেনেনা মানুষ। জেলার বিভিন্ন এলাকায় প্রচার ঠিক ভাবে না করায় ক্ষিপ্ত গ্রামগঞ্জের কংগ্রেস কর্মীরা। অনেক এলাকায় এখনো পর্যন্ত দেওয়াল লিখনের কাজ করতে পারেনি কংগ্রেস, নেই সেইভাবে কংগ্রেসের প্রচার কিম্বা মিছিলের দৃশ্য।জেলার অনেক কংগ্রেস কর্মীর বক্তব্য, এইরকমের নির্বাচন তারা নাকি কোনবার দেখেনি। নির্বাচন নিয়ে দলের সেইভাবে কোন উত্তাপ দেখছেন না তারা। তাই নির্বাচনে লড়াই তাদের মনে হচ্ছে কেবল মাত্র একটা লোক দেখানো। কেউ কেউ বলেন আগের মতো এখন আর দলের সেই অর্থ নেই, নেই সেইভাবে জেলায় লোক বল, এতোটাই দূ্র অবস্থা দক্ষিন দিনাজপুর জেলা কংগ্রেসের যে প্রতিটি বুথে তাদের লোক দেবার মতো পরিস্থিতি নেই। তবে গতবারের নির্বাচনে কংগ্রেসের শতাংশের হিসাবে মোট ভোট ছিলো ৭ শতাংশের একটু বেশী। গতবারের প্রার্থী ছিলেন ওমপ্রকাশ মিশ্র, তিনি বালুরঘাট কলেজের ছাত্র হলেও বহু দিন তিনি জেলার বাইরে ছিলেন, তবে তিনি ছিলেন কংগ্রেসের হেবিওয়েট একজন প্রার্থী। এবার আব্দুস সাদেক সরকার, জেলার ছেলে হলেও তার পরিচিতি সেইভাবে নেই এই জেলায়। তাই প্রার্থী পরিচয় এখনো পর্যন্ত করে উঠতে পারেনি কংগ্রেস। বহু এলাকায় এখনো পর্যন্ত নেই সেইভাবে সকলের পরিচিত হাত চিহ্ন। যাই হোক এবারের নির্বাচন কংগ্রেসের কাছে অস্তিত্ব লড়াই-এর শুধু নয়, দক্ষিন দিনাজপুর জেলায় কংগ্রেসের অবস্থা টিকিয়ে রাখতে গেলে তাদের ভোটের পরিসংখান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারন ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস বামেদের সঙ্গে জোট করে একটা বিধায়ক পেয়েছিল, কিন্তু পরে সেই বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগদান করলেও, কংগ্রেসের ভবিষৎ এখন সেই ৭ শতাংশ ভোট ব্যাঙ্ক ধরে রাখার সঙ্গে কতটা বাড়াতে পারে সেই দিকে নির্ভর করছে অনেক কিছু। যার জন্য প্রয়োজন শেষ কয়েকদিন জোড় প্রচার, যা থেকে অনেকে অনেক পিছিয়ে কংগ্রেস প্রার্থী আব্দুস সাদেক সরকার।