বিজেপি কর্মীকে দুস্কৃতি হামলা, অভিযোগের তির তৃণমূলের দিকে
৮ই এপ্রিল, গঙ্গারামপুরঃ সুকদেবপুরের ফতেনগরে এক বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার ফতেনগর বাজারে। জানাযায় এইদিন সকালে বিজেপি কর্মী অজিত দাস বাজার করতে গেলে তাকে মোটরবাইক চেপে তিন দুস্কৃতি তার উপর হামলা চালাই। অভিযোগের তির ওঠে স্থানিয় ক্লাবের তিন সদস্য তপন শীল, গোবিন্দ সরকার, প্রসেনজিৎ সরকার এর বিরুদ্ধে। হামলার ঘটনা দেখে এলাকার মানুষরা দুস্কৃতিদের তাড়া করলে বাইক ফেলে এলাকা ছেড়ে পালিয়ে যায়। ক্ষিপ্ত এলাকা বাসিরা আগুন ধরিয়ে দেয় মোটরবাইকে। ভাঙচুর চালানো হয় স্থানীয় ক্লাবে। বিজেপি নেতা মানস সরকারের অভিযোগ আক্রান্ত ব্যক্তি তাদের সদস্য, সে দলের কাজ করতে গেলে তাকে বাধা দেয় তারা। অভিযুক্ত তিনজন এলাকার বালি মাটির মাফিয়া। তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। অজিত বাবু সেইসবের প্রতিবাদ করা ও বিজেপি করায় তাকে আক্রমণ করে তারা। ঘটনার লিখিত অভিযোগ করা হয়েছে গঙ্গারামপুর থানায়। তৃণমূল নেতা কালিপদ সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন, তিনি বলেন এলাকার রাস্তা নিয়ে সমস্যাকে বিজেপি রং চরিয়েছে।