বাংলায় ৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে কালবৈশাখী
৯ই এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ বিরাম নিচ্ছে না কালবৈশাখী। আবহাওয়া দফতর সূত্রের খবর, আবার আজ সন্ধ্যায় ধেয়ে আসছে কালবৈশাখী। ঝড়ের গতিবেগ থাকতে পারে প্রায় ৫০ কিলোমিটার। সেইসঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কাও রয়েছে। তাই যারা বাইরে রয়েছেন নিরাপদ স্থানে চলে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।জানা গিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকলেও, কলকাতাতেও তা ধেয়ে আসতে পারে।
এমনকী যে গতিবেগে সাধারণত কালবৈশাখী আসে, ইদানীং তার চেয়েও বেশি গতিবেগ দেখা যাচ্ছে। প্রবল ক্ষয়ক্ষতি হচ্ছে চাষে। তাই গরম থেকে রেহাই মিলল এই টানা কালবৈশাখীতে দুশ্চিন্তার ভাঁজ চাষীদের কপালে।