নির্বাচনী প্রচারে হিলিতে তৃণমূল প্রার্থীর ফ্লেক্স কাঁটার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
৮ই এপ্রিল, হিলিঃ নির্বাচনী প্রচারে হিলিতে তৃণমূল প্রার্থীর ফ্লেক্স কাঁটার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সোমবার এমন ঘটনাটি ঘটে হিলি ব্লকের ধলপাড়ার পূর্ব কিসমতদাপট এলাকায়। শাসক দলের অভিযোগ রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুস্কৃতিরা এমন কান্ড ঘটিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। জানাযায় অভিযোগ পেয়ে এইদিন সকালে তড়িঘড়ি এলাকায় ছুটে যায় হিলি থানার পুলিশ। ঘটনা খতিয়ে দেখেন ব্লক নির্বাচনী আধিকারিক। তৃণমূল দোষীদের শাস্তি চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পেরে এলাকায়। নির্বাচনী নিয়মনীতি মেনেই ফ্লেক্স লাগিয়েছিলো ধলপাড়ার পূর্ব কিসমতদাপট এলাকায়। সেইখানে এইভাবে প্রার্থীর ছবির মুখ কেটে নিয়ে যাওয়া অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেন এলাকার তৃণমূল নেতা উজ্জল মন্ডল। তিনি বলেন ঘটনার লিখিত অভিযোগ করা হয়েছে হিলি থানায়। দোষীদের শ্বাস্তি চান তিনি।
হিলি থানার ওসি কাজল চক্রবর্তী আমাদের জানান এই ঘটনা অভিযোগ পেয়েছি, তদন্ত শুরু হয়েছে।