কয়েক ঘন্টার ব্যাবধানে বিজেপিতে যাওয়া দল ত্যাগীরা তৃণমূলের ঘরে ফিরলেন
৯ই এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ মাত্র কয়েক ঘন্টার ব্যবধান। বিজেপিতে যোগ দেওয়ার কয়েকঘন্টার মধ্যেই আবার নিজের ঘর তৃণমূলে ফিরলেন বেশ কিছু কর্মী। ঘটনা বাবুল সুপ্রিয়র আসানসোল কেন্দ্রে। আর এই ঘটনায় বিজেপির ফের মুখ পুড়ল। শুক্রবার সকালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারি অঞ্চলের ওই কর্মীরা। বিজেপির অবশ্য অভিযোগ, ওই কর্মীদের ভয় দেখানো হয়েছে। তাই তাঁরা রাতারাতি দল ছেড়েছেন। যদিও সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের পালটা যুক্তি, তৃণমূল ছেড়ে যাওয়া কর্মীরা নিজেদের ভুল বুঝতে পেরেছে।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি হুমকি দিয়েছেন। এমনকী আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র নাম করেও হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ। যদিও ওই কর্মীরা বলছেন, ‘আমরা ভুল করে চলে গিয়েছিলাম। দশ বছর ধরে তৃণমূল কংগ্রেস করছি। তৃণমূল আর জিতেন্দ্র তিওয়ারির সঙ্গেই আমরা আছি।’