মমতা ব্যানার্জী বালুরঘাট কেন্দ্রে নিয়ন্ত্রণ নিজের হাতে নিতেই জেলার সব কর্মীরা নেমে পরলো ময়দানে
৭ই এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ গতকালে একটি ভিডিও প্রকাশ করে মমতা ব্যানার্জি ঘোষণা করেন কারো কোন কথায় প্ররোচিত না হয়ে, কারো কোন কথা না শুনে দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে আবেদন করেন তিনি। এরপরেই দলের সবাই একে একে নেমে পরেন জেলার বিভিন্ন কোনে প্রার্থীর হয়ে প্রচারে। রবিবার সকাল থেকে গঙ্গারামপুর, হিলি, বংশীহারী সহ একাধিক ব্লকে মিটিং করতে দেখা যায় কর্মীদের। সেই সঙ্গে প্রার্থীকে নিয়ে সব কর্মীরা বংশীহারী এলাকায় ব্যাস্ত হয়ে পরেন প্রচারে।
এইদিনের পরিস্থিতিতে দলের বহু নেতা কর্মীরা, যারা বাইরে বসে ছিলেন তাদের ও দেখা গেলো প্রচারে। পাশাপাশি মমতা ব্যানার্জীর এই কেন্দ্রের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার কথায়, বহু নেতা যারা ঘরে বসে ছিলেন তাদের কেউ এইদিন উৎসাহের সঙ্গে দেখাগেলো প্রচারে। রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা আমাদের জানান দলের যে যে নেতা নেত্রীরা বসেছিলেন তারাও ধিরে ধিরে মাঠে ময়দানে নামতে শুরু করেছেন। ফলে দলের অবস্থার ক্রমেই উন্নতি ঘটছে। যা আসন্ন নির্বাচনে অর্পিতা ঘোষের জয় নিশ্চিত বলে মনে করছেন তিনি।