বালুরঘাটের বোয়ালদারে গত এক সপ্তাহে বাম-বিজেপি থেকে শতাধিক কর্মীর যোগদান তৃণমূলে

০৬ই এপ্রিল, বালুরঘাটঃ চলতি সপ্তাহে দুইদুটি যোগদান অনুষ্ঠানের মধ্যদিয়ে বালুরঘাটের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতে বাম-বিজেপি ছেড়ে একের পর এক কর্মীর যোগদান তৃণমূলে। যেখানে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বোয়ালদার গ্রাম পঞ্চায়েতে এই ভাবে বাম বিজেপি যোগদানে বেশ শক্তিশালি হতে চলছে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাই গত বুধবার বোয়ালদারের আসইর সংসদ থেকে প্রায় শতাধিক বিজেপি ও বাম কর্মীরা যোগদান করেন এলাকার বিধায়ক ও মন্ত্রী বাচ্চু হাঁসদার হাত দিয়ে। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের প্রবীন নেতা বিপ্লব খাঁ, বিভাস চ্যাটার্জী, প্রবীর রায় সহ বিভিন্ন নেতৃ্ত্বরা। এরপরে আবার গত শুক্রবার তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্রের হাত দিয়ে যোগদান করলো নলতাহার থেকে প্রায় কয়েকশ বাম নেতা কর্মীরা। দুইদিনে একাধিক বাম-বিজেপি কর্মীদের যোগদানে নির্বাচনে তৃণমূল শক্তিশালি শুধু হবে না, নলতাহার, কাশিপুর, আসইর, ওশোল সহ একাধিক এলাকায় বাম বিজেপি যথেষ্ট শক্তিশালি ছিলো সেইখানে ঘাসফুল ফোঁটাই এবার আসন্ন লোকসভা নির্বাচনে অন্য চিত্র দেখা যাবে বলে মনে করছে সবাই। গত পঞ্চায়েত নির্বাচনে যে যে এলাকায় বাম বিজেপি এগিয়ে ছিলো, সেই সব এলাকায় অন্য চিত্র নজরে আসবে এবারের নির্বাচনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *