পতিরামের রাস্তায় বাইকের সঙ্গে মৃত কুকুর বেঁধে টেনে নিয়ে যাওয়ার নির্মম দৃশ্যে হতবাক পথচলতি মানুষ
৫ই এপ্রিল, পতিরামঃ পতিরাম থেকে কুমারগঞ্জের রাস্তায় মৃত কুকুরকে বাইকের সঙ্গে বেঁধে টেনে হিচরে নিয়ে যাওয়ার নির্মম দৃশ্যে হতবাক হয়ে পরে পথচলতি মানুষরা। আর এমন এক অমানবিক কাজে দেখা গেলো দক্ষিন দিনাজপুর জেলা সিপিএমের জেলা কমিটির সদস্য হিরেন সাহাকে। বাড়ির মৃত কুকুরকে এই ভাবে রাস্তায় বাইকে বেঁধে ছেঁচড়ে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে নিন্দায় সরব হতে দেখা যায় এলাকার পরিবেশ প্রেমী মানুষদের। তাদের দাবী অন্য কোন উপায়ে মৃত দেহকে সৎকার করতে পারতেন হিরেন বাবু, তা না করে এইভাবে দিনের বেলা রাস্তা দিয়ে টেনে হিচরে বাইকে বেঁধে মৃত পশুর দেহ নিয়ে যাওয়া সত্যিই একটা অমানবিক বিষয়, আর সেইকাজে আবার একজন বাম নেতাকে দেখা যাওয়া, তা লজ্জার বিষয় বলে মনে করেন পরিবেশ পশু প্রেমী সংগঠন গুলো। এইদিন বেলা ১২টা নাগাদ পতিরাম আমতলা হিন্দু মিলন মন্দির মোড় থেকে বাইকের পিছনে একটা মৃত কুকুরকে বেঁধে রাস্তায় ছেঁচড়ে নিয়ে যান হিরেন সাহা। এরপরে তিনি কুমারগঞ্জে দিকে প্রায় কয়েক কিলোমিটার এই ভাবেই মৃত কুকুরটিকে রাস্তায় ছেঁচড়ে নিয়ে যান, আর কুকুরটির গা থেকে রাস্তায় খসে পরে দেহাংশ। ঘটনা দেখে স্তম্ভিত হয়ে পরে এলাকার মানুষ জন। এই ঘটনার তিব্র প্রতিবাদ করেন বালুরঘাটের এক পশু প্রেমী বিশ্বজিৎ বসাক।
নিচে ক্লিক করে ভিডিওটা দেখুন-