কলকাতা নগরপাল অনুজ শর্মা সহ চার পুলিশ কর্তার অপসারণ করলো নির্বাচন কমিশন
৫ই এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ রাজ্যের প্রথম দফার নির্বাচনের আগেই কলকাতা নগরপাল অনুজ শর্মা সহ চার পুলিশ কর্তার অপসারণ করলো নির্বাচন কমিশন। নতুন নগরপাল হচ্ছেন রাজেশ কুমার। এছাড়াও বিধাননগর পুলিশ কমিশনার সহ রাজ্য পুলিশেও বেশ কিছু রদলবদল করেছে কমিশন। বিধাননগর পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংকে সরিয়ে দেওয়া হয়েছে, তার স্থান দ্বায়িত্ব দেওয়া হলো বিধাননগর পুলিশ কমিশনার হলেন নটরাজন রমেশ বাবুকে। এছাড়াও অনুব্রত মন্ডলের জেলা বীরভূম ও ডাইমন্ডহারবার এর জেলা পুলিশ সুপারের অপসারণ করা হলো। দুইজেলার পুলিশ সুপার আভান্য রবীন্দ্রনাথকে এবং ডাইমন্ডহারবারের পুলিশ সুপার হলেন শ্রীহরি পান্ডে। ২৪ ঘন্টার মধ্যে এই আদেশ কার্যকর করতে নির্দেশ দিলো নির্বাচন কমিশন। জানা যায় এদের বিরুদ্ধে বারবার অভিযোগ করছিলো বিরোধী দল, যার ফল হিসাবে কমিশনের এই নির্দেশ বলে মনে করছে অনেকে।