রণেন বর্মনের মনোনয়নে ঢাকের আওয়াজ ও হাজারো লাল পতাকায় রক্তিম হলো বালুরঘাটের আকাশ
৩রা মার্চ, দিনাজপুর ডেইলি ডেস্কঃ মঙ্গলবার দুপুরে রণেন বর্মনের মনোনয়নের বামফ্রন্টের মিছিলে ১০০ ঢাকের আওয়াজ ও হাজার হাজার লাল পতাকায় রক্তিম হলো বালুরঘাটের আকাশ। মিছিলের উল্লাসে কিছুখনের জন্য স্তব্ধ হয়ে পরে বালুরঘাটের রাস্তা, বামফ্রন্টের জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়ে ১০০ ঢাক নিয়ে, প্রনাম জানাতে জানাতে মিছিল নিয়ে এগিয়ে এলেন বামফ্রন্ট প্রার্থী রণেন বর্মন, সঙ্গে ছিলেন আরএসপির রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী, প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাস, মানবেশ চৌধুরী সহ একাধিক নেতৃত্বরা। মিছিল ছেড়ে প্রার্থীকে সঙ্গে নিয়ে পাঁচজন এগিয়ে এলো মনোনয়ন পত্র জমা দিতে জেলা নির্বাচনী আধিকারিকের অফিসে।